রাজধানীর রামপুরা এলাকায় বাসা থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরির অভিযোগে গৃহকর্মী নূপুর আক্তারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জুলাই)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৫ জুলাই একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ জুলাই ১০ হাজার টাকা বেতনে রমনার একটি বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ পান নূপুর আক্তার। এর চারদিন পর ২৩ জুলাই সন্ধ্যার দিকে ওই বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান নূপুর। পরে কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় তার কাছ থেকে একটি করে সোনার চুড়ি, চেইন ও আংটি এবং নগদ টাকা জব্দ করা হয়।

টিএইচ/ওএফ