রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি মোছা. জননেছার রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোরও নির্দেশ দিয়েছেন। 

বুধবার (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জননেছাকে হাজির করা হয়। দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক রিমান্ডের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজধানীর দক্ষিণখান থানার নদ্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বুধবার ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা উদ্ধার করে। পরে দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

টিএইচ/আরএইচ