হেলেনা জাহাঙ্গীর

‘যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে হেলেনা জাহাঙ্গীরের। আমরা চাই এ সত্যটা বেরিয়ে আসুক।’

মঙ্গলবার (৩ আগস্ট) হেলেনা জাহাঙ্গীরের রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু এ কথা বলেন।

শুনানিতে তিনি বলেন, ‘এই আসামি (হেলেনা) ফেসবুকে বিভিন্ন মন্ত্রী এমপিদের নিয়ে কটূক্তি করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। দেশের এরকম পরিস্থিতিতে এই আসামি চেয়েছিলেন দেশকে অস্থিতিশীল করতে। তাই এ আসামির রিমান্ড মঞ্জুর করা হোক।’

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী খালিদ হোসেনসহ আরও অনেকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তারা বলেন, ‘এই আসামিকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বরং তিনি জামিন পাওয়ার হকদার। কারণ, তিনি একজন নারী। আর ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারার মধ্যে দুটি জামিনযোগ্য ধারা। আসামি একজন মহিলা। তিনি অসুস্থ ও ডায়াবেটিসের রোগী। তিন-চার মাস আগে তার একটি অপারেশন হয়েছে। তাই সার্বিক দিক বিবেচনায় রিমান্ড নামঞ্জুর করে জামিন দেওয়া হোক।’

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুই বিচারক চার মামলায় হেলেনা জাহাঙ্গীরের মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টিএইচ/এইচকে