বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সদস্য ও বিশেষ জজ আদালত নং-৬, ঢাকার স্টেনোগ্রাফার (আদালতের কম্পিউটার অপারেটর) আল কাওসার সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (৪ আগস্ট) পটুয়াখালীর নাজিরপুর উপজেলায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুমন কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত কয়েকদিন থেকে সুমন ঠান্ডা-জ্বরে আক্রান্ত ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়।

তিনি সুমনের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

টিএইচ/এমএইচএস