ভুল বিচারে কারাগারে ২০ বছর: শফিকুলকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ
ভুল বিচারের শিকার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২০ বছর কারাগারে থাকা যশোরের শফিকুল ইসলামকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তাকে খালাসের আদেশ দিয়ে বিচার প্রক্রিয়ার ভুল নিয়ে আপিল বিভাগ বলেন, এটা বিরাট মিসটেক। ইন্টার ট্রায়ালিই রং (সমস্ত বিচার প্রক্রিয়াটা ছিল ভুল)।
বুধবার (১৩ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালে ১৫ বছর বয়সের রওশন আলীকে হত্যা মামলায় একই এলাকার ১৬ বছর বয়সের নরসুন্দর শফিকুল ইসলামসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন যশোরের বিচারিক আদালত। ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি দেওয়া ওই রায় বহাল রেখে ২০০৭ সালের ৭ মে রায় দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলামের করা আপিল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চে শুনানির জন্য আসে। শুনানিতে আপিল বেঞ্চ এ হত্যা মামলার বিচার প্রক্রিয়া ভুলের ব্যাপারে বলেন, এতো ‘বড় মিসটেক’। একপর্যায়ে সর্বোচ্চ আদালত মামলার মেরিট ও অন্যান্য বিষয় দেখে আসামি শফিকুল ইসলামের আপিল মঞ্জুর করে তাকে খালাসের রায় দেন। সেই সঙ্গে খালাসপ্রাপ্ত ওই আসামিকে অবিলম্বে মুক্তির 'অ্যাডভান্স অর্ডার' দেওয়া হয়। তবে অন্য দুই আসামির বিষয়ে কোনো শুনানি হয়নি।
বিজ্ঞাপন
এমএইচডি/এসএম