বিচারকাজ পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলবে।

সোমবার (৯ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসব বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে গতকাল বিধিনিষেধ শিথিল করায় বুধবার থেকে হাইকোর্টের সকল বেঞ্চ খুলে দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ‌‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ ও এ সংক্রান্ত জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।’

গত ৫ জুলাই ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রসে বিধিনিষেধ শিথিল সাপেক্ষে হাইকোর্টের সব বেঞ্চ খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএইচডি/ওএফ