প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলামসহ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন- নাজমুল হাসান সোহাগ ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লালবাগ থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১২ অক্টোবর তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানার করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোরশেদ আল মামুন ভুইয়া দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।ওইদিনই ঢাবি শিক্ষার্থীর করা ধর্ষণ মামলার আসামি নাজমুল হুদা ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় ঢাবির এক ছাত্রী মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনকে আসামি করা হয়। নাজমুল হুদা এ মামলার ৫ নম্বর আসামি। তিনি ওই সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি। পরে ওই ঘটনায় ২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন ওই ছাত্রী।

টিএইচ/জেডএস