মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা এম. সানাউল হক।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সানাউল হক ঢাকা পোস্টকে বলেন, আজ আমি তদন্ত সংস্থার সমন্বয়কের দায়িত্ব পাওয়ার অফিস আদেশ পেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

২০২০ সালের ২৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান মারা যান।

২০১১ সালের ১২ জানুয়ারি থেকে এম. সানাউল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এমএইচডি/জেডএস