ফাইল ছবি

ঢাকার চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক কনক বড়ুয়াকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ তাকে প্রত্যাহার করে এ আদেশ জারি করেছে।

আইন মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। একইসঙ্গে কনক বড়ুয়াকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তার নিকট মঙ্গলবার (১৯ জানুয়ারি) বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে আইন ও বিচার বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

গত ১২ জানুয়ারি এ বিচারকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর অভিযোগ করেন বিচারপ্রার্থী এক নারী।

অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগী ওই নারী একটি মামলার বাদী। তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলে এবং আগের সপ্তাহের মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার জন্য দিন ধার্য থাকায় তিনি ও তার পরিবার আদালতে হাজির হন। ভুক্তভোগী ওই নারী ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়ার খাস কামড়ায় জবানবন্দি দিতে গেলে যৌন হয়রানির স্বীকার হোন বলে অভিযোগ করেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগ ওঠার পরের দিন ১৩ জানুয়ারি বিচারক কনক বড়ুয়া সাতদিনের ছুটিতে গেছেন।

বিচারক কনক বড়ুয়া ঢাকার সিএমএম আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত ছিলেন।

এমএইচডি/এমএইচএস