রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকায় এক ব্যবসায়ীর ৯০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুজনকে দুই দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, আলমগীর হোসেন ও এমদাদুল হক।

বুধবার (২০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোতোয়ালী থানায় হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। অপর আসামি ইব্রাহিম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় রেকর্ডের আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি ইব্রাহিমের জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী গ্রহণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৯ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সহকারী পরিচালক এসএম সাকিব হোসেন ও আমিনুলকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৮ জানুয়ারি আসামি জীবন ও রতন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

গত ১২ জানুয়ারি পুরান ঢাকার জিন্দাবাহার লেনের এক স্বর্ণ ব্যবসায়ী কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৭ জানুয়ারি ডিবি পুলিশ পরিচয়ে কিছু অজ্ঞাত ব্যক্তি বাদীকে তুলে নিয়ে ৯০ ভরি স্বর্ণ লুট করে।

এ ঘটনায় মামলা দায়ের হলে কোতোয়ালি থানা পুলিশ প্রথমে ভুক্তভোগী ব্যক্তির দুই কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব হোসেনের নাম জানালে ১৮ জানুয়ারি সিপাহী আমিনুল ও সোর্স হারুনসহ তাকে গ্রেপ্তার করা হয়। ১৯ জানুয়ারি তাদেরকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গেছে, সহকারী পরিচালক সাকিব হোসেন মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। তবে মাসখানেক ধরে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য রাজধানীতে অবস্থান করছেন।

টিএইচ/এসআরএস