চাঁদপুরে বিএনপির ৬৯ নেতাকর্মীর হাইকোর্টে জামিন
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় চাঁদপুরের হাজিগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির ৬৯ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২০ জানুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে বিএনপির নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সগির হোসেন লিয়ন।
আইনজীবী বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
গত ৭ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ১২ জানুয়ারি বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হন।
ওই ঘটনায় ১৩ জানুয়ারি পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে স্থানীয় বিএনপির ১০৯ নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ।
মামলায় হাজিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজমুল আলম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে আসামি করা হয়।
এমএইচডি/জেডএস