প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন শুনানি ৩ জানুয়ারি (রোববার) দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) আসামি আব্দুল করিমের পক্ষে তার আইনজীবী  দ্বিতীয় দিনেও যুক্তি উপস্থাপন শুনানি শেষ করতে পারেননি। যে কারণে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক রবিউল আলমের আদালত পরবর্তী তারিখ ঘোষণা করেন।

মামলায় আসামিরা হলেন- নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।

এর আগে চলতি বছরের ৩১ জানুয়ারি এই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

গত ২০১৮ সালের ১৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক মো. আলী হোসেন আদালতে ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/১ বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (ও লেভেল শিক্ষার্থী) গলাকেটে হত্যা করা হয়। নিহত শামসুন্নাহারের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আদা, রসুন ও পেঁয়াজ আমদানিকারক।

ওই ঘটনায় পরের দিন ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা ও মুক্তার ভাই জনিসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।

টিএইচ/জেডএস