রাজধানীর হাজারীবাগ থানাধীন বসিলা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার তিনজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- আরিফ হোসেন (২১), হাসান গাজী ওরফে বাবু (২০) ও মামুন বেপারী (২১)। 

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এদিন তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-২ এর একটি দল বসিলা মেট্রো হাউজিং এলাকা থেকে তাদের আটক করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, বছিলা হাউজিং এলাকায় অন্ধকারাচ্ছন্ন স্থানে দেশীয় অস্ত্রসহ কয়েকজন ডাকাত অবস্থান করছিল। এমন তথ্য পেয়ে র‌্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর সময় তাদের তিনজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। বিশেষ করে দিনে তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়া রাতে তারা এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে।

টিএইচ/জেডএস