পিএসসির নতুন দুই সদস্যের শপথ বৃহস্পতিবার
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা এবং প্রকৌশলী জাহিদুর রশিদ শপথ নেবেন আগামী ২৮ জানুয়ারি বৃহস্পতিবার।
ওইদিন বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বিজ্ঞাপন
বুধবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।
গত ২১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ডা. উত্তম কুমার সাহাকে রাষ্ট্রপতি ওই পদে নিয়োগ দেন।
আর নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রকৌশল) জাহিদুর রশিদকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়ে ২৫ জানুয়ারি আদেশ জারি করা হয়।
বিজ্ঞাপন
এমএইচডি/এফআর