প্রতীকী ছবি

ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় বাউল শিল্পী রিতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত আদেশের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্তে সত্যতা প্রমাণ পাওয়ায় রিতা দেওয়ানের বিরুদ্ধে একটি প্রতিবেদন দাখিল করেন আদালতে। সেজন্য আজ আমরা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছি। আদালত এ সংক্রান্ত আদেশ ১৪ জানুয়ারি দেবেন বলে জানিয়েছেন।

গত ৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মামলাটি দায়ের করেন শর্টফিল্ম নির্মাতা রাসেল মিয়া।

মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ৩১ জানুয়ারি ফেসবুক ও ইউটিউবে তিনি দেখতে পান, রিতা দেওয়ান একটি পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত। ধর্মীয় বিশ্বাস নষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, সজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে তিনি এমন আচরণ করেছেন, যা বাদীসহ সাধারণ মানুষের অনুভূতিতে কঠোরভাবে আঘাত করেছে।

টিএইচ/এসএম