মাদক মামলায় হাইকোর্টে জামিন পেলেন ঘানার ফুটবলার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বাংলাদেশে খেলতে আসা ঘানার ফুটবলার রিচার্ড দিফা আপ্পিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন- আইনজীবী মোহাম্মদ হাসিবুর রহমান। সঙ্গে ছিলেন- আইনজীবী কে এম সাইফুল ইসলাম ও মো. মাসুদুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশীদ।
মামলার বিবরণ থেকে জানা যায়, সাড়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঘানার ফুটবলার রিচার্ড দিফা আপ্পিয়া এবং ফ্রাংক এন্টিম থামসহ চারজনকে আসামি করা হয়। পরবর্তী সময়ে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ২৯ এপ্রিল ফ্রাংক এন্টিম থামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
পরে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাম গত ১ মে মারা যান। অন্যদিকে, ফুটবলার রিচার্ড দিফা আপ্পিয়ার করা জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে গত ২৭ অক্টোবর আপ্পিয়ার জামিন আবেদন নামঞ্জুর হয়।
এই আদেশের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন আপ্পিয়া। এই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্ট রিচার্ড দিফা আপ্পিয়ার জামিন দেন।
এমএইচডি/এফআর