নির্বাচনের তফসিল ঘোষণার পরও মনোনয়ন ফরম বিক্রি না করায় বিক্ষোভ করেছে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের শতাধিক আইনজীবী। বিক্ষোভ থেকে ট্যাক্স বারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচন সংশ্লিষ্টদের পদত্যাগ দাবী করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতি সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে ঢাকা ট্যাকসেস বারের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আবু নাসের মজুমদার (মেসবাহ) বলেন, প্রতিবছর ঢাকা ট্যাকসেস বারের নির্বাচন হয়। গতবছর ষড়যন্ত্র করে দেয়নি একটি মহল। এবারও ওই চক্রটি ষড়যন্ত্র করছে নির্বাচন না দিয়ে সিলেকশনে কার্যনির্বাহী কমিটি করার বিষয়ে।

অপর এক কর আইনজীবী আবু তাহের বলেন, গত ৫ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি ট্যাকসেস বারের নির্বাচন এবং ১৮ জানুয়ারি সাধারণ সভা। ৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গত কয়েকদিন ধরে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কোনো সদস্যই মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি। সভাপতি অসুস্থতার অজুহাতে মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে না। এটা মূলত নির্বাচন বানচালের ষড়যন্ত্র।

এবিষয়ে জানতে চাইলে ট্যাকসেস বার এসোসিয়েশন গঠিত নির্বাচন কমিশনের সদস্য সচিব এডভোকেট সুফী মোহাম্মদ আলী মামুন বলেন, এটা আমাদের নির্বাচন কমিশনার ভালো জবাব দিতে পারবেন।

আরএম/ওএফ