ছবি: মিথিলার ফেসবুক থেকে

যে ক’জন তারকা একইসঙ্গে বিভিন্ন অঙ্গনে আলো ছড়াচ্ছেন, তার মধ্যে অন্যতম হলেন মিথিলা। অভিনয়, গান, উপস্থাপনা, সমাজকর্মী ও পিএইচডি গবেষক তিনি। সদা হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী তার জীবনযাপনের খুঁটিনাটি নিয়ে কথা বলেছেন ঢাকা পোস্টের সঙ্গে। তার সঙ্গে ছিলেন তানভীন আশা-

সকাল শুরু হয় কয়টায়?

মিথিলা : আমার সকালটা শুরু হয় সাধারণত আটটায়।

সকালের প্রথম কাজ?

মিথিলা : প্রথম কাজ হলো আমার মেয়েকে ওর স্কুলের জন্য ঘুম থেকে তোলা।

সকালের নাস্তায় কেমন খাবার থাকে?

মিথিলা : আমরা ব্রেকফাস্ট করি সাধারণত ব্রেড, এগ এইতো।

দুপুরের খাবারে কী খান?

মিথিলা : দুপুরে যা রান্না করা হয়। সাধারণত ডাল, ভাত, মাছ।

রাতের খাবারে কী থাকে?

মিথিলা : রাতে আমরা কখনো কখনো অন্যরকম করার চেষ্টা করি। হয় কখনো লুচি, খাচ্ছি, পরোটা খাচ্ছি কখনো বাইরে থেকে খাবার আনিয়ে নিচ্ছি। কখনো পাস্তা খাচ্ছি।

প্রিয় খাবার?

মিথিলা : আমার প্রিয় খাবার ভাত মানে বাড়ির খাবার আর কী।

তিনবেলা খাবারের মাঝে অন্য কিছু খাওয়া হয় কি?

মিথিলা : এর মাঝে কফি আমার খেতেই হয়। এটি আমার অভ্যাস হয়ে গেছে।

পছন্দের পোশাক?

মিথিলা : আমার পছন্দের পোশাক শাড়ি।

সাধারণত কেমন পোশাক পরা হয়?

মিথিলা : স্পেশালি জামদানি শাড়ি পড়তে ভালোবাসি।

দাওয়াতে কেমন পোশাকে স্বাচ্ছন্দ?

মিথিলা : আমি যেকোনো দাওয়াতে শাড়ি পরতে চেষ্টা করি এবং জামদানি পরতেই চেষ্টা করি।

প্রিয় রং?

মিথিলা : আমার ওইরকমভাবে পছন্দের রং নেই, তবে হলুদ রং আমার একটু প্রাণবন্ত মনে হয়।

শরীরচর্চা করেন?

মিথিলা : শরীরচর্চা করার মতো আসলে আমি সময় পাই না, যেটা আমার করা উচিত। তবে বেশি করে পানি খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম এগুলো মেনে চলি।

শখের কাজ?

মিথিলা : বই পড়া, বাগান করা, আমার মেয়ের সঙ্গে সময় কাটানো।

কোথায় ঘুরতে বেশি ভালো লাগে?

মিথিলা : আমার যেকোনো জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে, আমি ছোটবেলা থেকে এতবার কক্সবাজার গেছি, আমি যদি সেখানে একশোবার ও যাই তাও আমি ক্লান্ত হবো না।

যে ইচ্ছা এখনও পূরণ হয়নি?

মিথিলা : আমার পি এইচ ডি কমপ্লিট করতে পারি নি এখনও।

কখন ঘুমাতে যান?

মিথিলা : আমার ঘুমাতে ঘুমাতে মিনিমাম ১২ টা বেজে যায়।