তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল লেখক শফিক রিয়ানের চতুর্থ বই ‘দিগন্তের ওপারে’ আসছে শিগগিরই। 

সম্প্রতি তার দ্বিতীয় উপন্যাস ‘মেঘ বিষাদের দিন’ প্রকাশিত হয়েছে প্রহেলিকা প্রকাশনী থেকে। বইটি ইতিমধ্যে অর্জন করেছে পাঠকপ্রিয়তাও।

ঘাসফুল প্রকাশনী থেকে ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল লেখকের প্রথম উপন্যাস ‘আজ রাতে চাঁদ উঠবেনা’। কথা সাহিত্যের পাশাপাশি তার ‘কবি’ পরিচয়টিও এখন পাঠকদের নিকট প্রকাশ্য। 

ইতোমধ্যেই কবিতাপ্রেমীরা ‘বিধ্বস্ত নক্ষত্র’-কে আশাতিতভাবে গ্রহণ করেছেন।

এ বিষয়ে শফিক রিয়ান বলেন, মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি। কিন্তু লেখাগুলো যে এভাবে পাঠকপ্রিয়তা পাবে তা ভাবিনি। সামাজিক বাস্তবতা, মধ্যবিত্তের জীবন, প্রেম-দ্রোহ আর বিরহের সন্নিবেশে আমার লেখা। 

এইউএ/জেডএস