জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সাহিত্য ক্লাব ‘ইংক’ প্রায় পাঁচ বছর ধরে সাহিত্যের বিভিন্ন বিষয় ও চিন্তার ওপর বৈচিত্র্যময় আড্ডার আয়োজন করে আসছে। 

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ জানুয়ারি) ক্লাবটি নিজেদের বিভাগ প্রাঙ্গণে ভারতের ঔপন্যাসিক ও রাজনীতি সচেতন লেখক অরুন্ধতী রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘লাউড এনাফ টু বি হার্ড’ শিরোনামে একাদশ সাহিত্য ও সংগীত আড্ডার আয়োজন করে।

আয়োজনে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী মানবাধিকারকর্মী ও ব্যান্ড দল মাদলের সুরকার, সংগীতশিল্পী ও গীতিকার শ্যাম সাগর মানকিন। মঞ্চে তার বক্তব্য ও গান পরিবেশনা ক্যাম্পাসকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে। 

দুপুর ২টায় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. ইমদাদুল হুদা এবং সহকারী অধ্যাপক ও ক্লাবটির উপদেষ্টা উম্মে ফারহানার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আড্ডার সূচনা হয়। পরে বিভাগের সহযোগী অধ্যাপক রায়হানা আক্তার আড্ডার চিন্তার সঙ্গে মিল রেখে ‘আত্মতুষ্টির ক্যানভাস’ কবিতাটি আবৃত্তি করেন। 

সমগ্র আড্ডায় বিভিন্ন সাহিত্যিক অ্যাকটিভিস্ট ব্যক্তিত্বদের প্রসঙ্গে আলোচনা করা হয়। অরুন্ধতী রায়, কাজী নজরুল ইসলাম, নবারুণ ভট্টাচার্য, মহাশ্বেতা দেবী প্রমুখ ব্যক্তিদের সাহিত্যে অ্যাকটিভিজম নিয়ে কথা বলেন আলোচক নাদিয়া আফরিন নিগার ও নওশীন আনজুম নিধি। শিক্ষার্থীদের সমবেত অংশগ্রহণে ‘আসাদের শার্ট’, ‘স্টিল আই রাইজ’ কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও গান এবং আলোচনার মাধ্যমে আড্ডা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আড্ডার উপস্থাপক হিসেবে ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল শাহরিয়ার উদয় ও জারীন তাসনীম। এতে আরও উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক এবং ক্লাবটির মডারেটর আব্দুল্লাহ আল মুক্তাদিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরএইচ