আরডিজেএ’র প্রয়াত সদস্য সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) প্রয়াত সদস্য সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়। সংগঠনটির প্রয়াত ছয়জন সদস্যের ১০ জন সন্তান এই শিক্ষা বৃত্তি পেয়েছে।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব বলেন, সমিতির সদস্য সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান একটি যুগান্তকারী কার্যক্রম। ২০২১ সাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আমরা এর ধারাবাহিকতায় ২০২২ সালেও তাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে বৃত্তি চালিয়ে যাচ্ছি। এই বৃত্তি প্রদানের মাধ্যমে কিছুটা হলেও তাদের লেখাপড়ায় সহায়তা হবে।
বিজ্ঞাপন
সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, আমরা প্রয়াত সদস্য সন্তানদের কল্যাণে এবং তাদের লেখাপড়ার মান উন্নয়নে সমিতির পক্ষ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে সহযোগিতা করে যাচ্ছি। অতীতের কমিটি আমাদের এই কর্মকাণ্ড চালু করেছে। এরই ধারাবাহিকতায় আমরা বৃত্তি প্রদান অনুষ্ঠান অব্যাহত রেখেছি। আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সংগঠনের সদস্য এ কে শামসুজ্জোহা, আশিকুজ্জামান।
বিজ্ঞাপন
এমএএস