মোল্লা জালাল ও উদয় হাকিম

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কাজ করা বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার সাংবাদিকদের সংগঠন ‘বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন বিএফইউজের সভাপতি মোল্লা জালাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম।

মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। পরে মোল্লা জালাল ও উদয় হাকিমের নেতৃত্বে ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক নুরুল হাসান খান। 

নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। কমিটির প্রথম বৈঠক আগামী ১০ এপ্রিল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক উদয় হাকিম।

কমিটির সহ-সভাপতিরা হলেন: আশরাফ আলী (টাঙ্গাইল), মহসিন আব্বাস (কিশোরগঞ্জ), নুরুল হাসান খান (নেত্রকোনা), পল্লব মাহমুদ (জামালপুর), রুশো হায়দার (শেরপুর)।

যুগ্ম সম্পাদকরা হলেন: ইব্রাহিম খলিল খোকন (কিশোরগঞ্জ), মো. শাহজাদা (জামালপুর), শওকত আলী খান লিথো (নেত্রকোনা), আকতার হোসেন (ময়মনসিংহ) ও তানজিল রিমন (শেরপুর)।

এছাড়া কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন সরদার ফরিদ আহমদ, প্রচার সম্পাদক হয়েছেন বাহরাম খান, দপ্তর সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন গোলাম কিবরিয়া। সাংস্কৃতিক সম্পাদকের পদটি শূন্য রয়েছে। কার্যকরী কমিটির প্রথম সভায় তা পূরণ করা হবে।

গঠনতন্ত্র অনুযায়ী বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটির সদস্য।  তারা হলেন- কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আজিজুল হক এরশাদ, সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসীম; টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি তালুকদার হারুন, সাধারণ সম্পাদক ফিরোজ মান্না; ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি উৎপল কুমার সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন; জামালপুর সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল; নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ফারুক তালুকদার, সাধারণ সম্পাদক মাসুদ করিম; শেরপুর সাংবাদিক ফোরাম ঢাকার আহ্বায়ক হকিকত জাহান হকি ও সদস্য সচিব মামুন আব্দুল্লাহ।

এছাড়া ৬ জেলার নির্বাচিত নারী সদস্যরা হলেন- মফিদা আকবর (ময়মনসিংহ), শাকিলা জেসমিন (কিশোরগঞ্জ), শাহনাজ পারভীন এলিচ (টাঙ্গাইল), বনশ্রী ডলি (নেত্রকোনা), খাতুনে জান্নাত কনা (জামালপুর) এবং তাছলিমা হোসেন শিখা (শেরপুর)।

জেডএস