‘সত্যের সাথে সন্ধি’— স্লোগানে ২০২১ সালে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। সময়ের পরিক্রমায় নানামুখী প্রতিবন্ধকতা পেরিয়ে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি পালন করছে গণমাধ্যমটি। 

শুরু থেকেই ব্রত ছিল নিরেট সত্য, বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের। ফলে খুব অল্প সময়ের মধ্যেই পাঠক তথা গণমানুষের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয় ঢাকা পোস্ট। তবে, এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে চলেছেন একঝাঁক তরুণ ও মেধাবী কর্মী। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সবার আগে সত্য খবর পাঠকের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে।

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে সেসব কর্মীর মধ্য থেকে সেরা ২০ জনকে দেওয়া হয়েছে ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টের প্রধান কার্যালয়ে সেরাকর্মীদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির শ্রদ্ধেয় সম্পাদক মহিউদ্দিন সরকার।

বর্ষসেরা হলেন যারা

ঢাকা পোস্টের রিপোর্টিং বিভাগ থেকে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন পাঁচজন। তারা হলেন— জ্যেষ্ঠ প্রতিবেদক নূর মোহাম্মদ, জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম, কূটনৈতিক প্রতিবেদক নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক মো. রাকিবুল হাসান তামিম ও ক্রীড়া প্রতিবেদক সাকিব শাওন।

একই সঙ্গে সেন্ট্রাল ডেস্ক থেকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক সৈয়দ সাখাওয়াত হোসেন মিশু, কান্ট্রি ডেস্ক থেকে সহকারী বার্তা সম্পাদক মো. রুহুল আমিন, আন্তর্জাতিক বিভাগ থেকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক তারেক মাহমুদ, ফিচার বিভাগ থেকে সহ-সম্পাদক মো. মিজানুর রহমান, খেলা বিভাগ থেকে সহ-সম্পাদক আহমদ সালমান বর্ষসেরা কর্মী পুরস্কার পেয়েছেন।

এ ছাড়া বর্ষসেরা পুরস্কার পেয়েছেন সোশ্যাল মিডিয়া বিভাগের গ্রাফিক ডিজাইনার মো. মুশফিকুর রহমান, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ আমিনুল ইসলাম রোমান, মাল্টিমিডিয়া বিভাগের সিনিয়র মাল্টিমিডিয়া জার্নালিস্ট আবদুল্লাহ আল মামুন।

আন্তরিক সহযোগিতার স্বীকৃতি হিসেবে অফিস সহকারী কামাল হোসেন কাজীও পেয়েছেন বর্ষসেরা কর্মীর সম্মাননা।

সারাদেশ থেকেও বর্ষসেরা কর্মী হিসেবে পুরস্কার পেয়েছেন ছয়জন। তারা হলেন— নোয়াখালী জেলা (চট্টগ্রাম বিভাগ) প্রতিনিধি হাসিব আল আমিন, রাজবাড়ী জেলা (ঢাকা বিভাগ) প্রতিনিধি মীর সামসুজ্জামান, বরিশাল বিভাগের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান, রংপুর বিভাগের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, নাটোর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী ব্যাপারী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি জুবায়ের জিসান।

ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বর্ষসেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, সবার সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় ঢাকা পোস্ট সামনের দিকে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বর্ষসেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এখানে সবাই সেরা। তারপরও আনুষ্ঠানিকতার জন্য এই বিশেষ দিনে ২০ জনকে বর্ষসেরা সম্মাননা দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে, ঢাকা পোস্টকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টাই অগ্রণী ভূমিকা রেখেছে।’

‘আমি আশা করি, বর্ষসেরার এই সম্মাননা কর্মীদের আরও বেশি উৎসাহিত করবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে।’

তিনি আরও বলেন, ঢাকা পোস্ট বাংলাদেশের অন্যতম দ্রুত বিকাশমান অনলাইন সংবাদমাধ্যম। এখানে সাংবাদিকতার পরিসর ব্যাপক ও বিস্তৃত। পাশাপাশি সংবাদমাধ্যমের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা ও গুণগতমান ধরে রাখাও অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমি পাঠকদের আশ্বস্ত করতে চাই যে, অতীতের ন্যায় ভবিষ্যতেও নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশন এবং প্রতিদিনের আপডেটেড কনটেন্ট ও ভিন্নধর্মী প্রতিবেদন; পাশাপাশি ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে ঢাকা পোস্টের উদ্যমী কর্মীরা আরও বেশি অবদান রাখবেন। সবার জন্য রইল শুভকামনা।

প্রসঙ্গত, ‘সত্যের সাথে সন্ধি’— স্লোগান নিয়ে ঢাকা পোস্ট অনলাইন নিউজ পোর্টাল হিসেবে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। ২০২২ সালের ২৪ জুলাই ‘ঢাকাপোস্ট.কম’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনলাইন মিডিয়া হিসেবে নিবন্ধিত হয়।

আরএইচটি/এমএসএ