পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম প্রতিষ্ঠান ডন মিডিয়া গ্রুপ তাদের উর্দু ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ডননিউজ ডট টিভি’ নামের ওই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। ১ ডিসেম্বর প্ল্যাটফর্মটি বন্ধ হওয়ার পর প্রতিষ্ঠানটির ১২ জন গণমাধ্যমকর্মী চাকরি হারিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসের (আইএফজে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদমাধ্যমটির কর্মীদের চাকরিচ্যুত করার নিন্দা জানায় আইএফজে ও পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (পিএফইউজে)। শ্রমিক আইন অনুযায়ী সংবাদমাধ্যমগুলো যেন কর্মীদের অধিকার রক্ষা করে, তা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আইএফজে বলেছে, ডিজিটাল প্ল্যাটফর্মটি বন্ধের ঘোষণা দেওয়া হয় গত মাসে। এ সময় সংবাদমাধ্যমটির কর্মীদের এক মাসের নোটিশ দেওয়া হয়।

ডননিউজ ডট টিভি বন্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইএফজে বলেছে, এই সংবাদমাধ্যম বন্ধের দিকে পাকিস্তানের সরকারের নজর দিতে হবে। এর মাধ্যমে শুধু শ্রমিক অধিকার লঙ্ঘনই নয় বরং ভবিষ্যতে সংবাদমাধ্যম টিকে থাকার সংকট মোকাবিলার ক্ষমতার প্রশ্নও ওঠে। 

সংবাদপত্র প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ের সরকারগুলোকে এমন কৌশল তৈরি করতে হবে, যা ভবিষ্যতের জন্য সংবাদপত্র খাতকে আরও দৃঢ় করবে।

ডন মিডিয়া গ্রুপ জানায়, ক্রমেই তাদের আয় কমে এসেছে। বিজ্ঞাপনও পাওয়া যাচ্ছিল না। কেন্দ্রীয় ও পাঞ্জাব সরকার পাঁচ মাস ধরে তাদের বিজ্ঞাপন বন্ধ রেখেছিল বলে গত মার্চে এক সম্পাদকীয়তে অভিযোগ করেছিল ডন মিডিয়া গ্রুপ।

জানা গেছে, উর্দু ভাষায় খবর ও বিশ্লেষণ প্রকাশ করত ডন উর্দু। ডিজিটাল জগতে উর্দু সাংবাদিকতার নেতৃস্থানীয় সংবাদমাধ্যম বলে মনে করা হতো এটিকে। তবে এটিই ডন মিডিয়া গ্রুপের প্রথম কোনো সংস্করণ বন্ধের ঘটনা নয়। ২০১৯ সালে ‘হেরাল্ড’ সাময়িকী ও ২০২৫ সালের আগস্টে ‘আরোরা’ সাময়িকী বন্ধ করেছিল তারা। গ্রুপটির ইংরেজি সংবাদের ওয়েবসাইট ‘ডন ডটকম’ ব্যাপক জনপ্রিয়।

এমএন