‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক শুকুর আলী
‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)’র সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে ‘সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন ও আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান এবং শেরে বাংলা পথকলি স্কুলের পথশিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয় অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. এম এ সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের (ডিআরইউ) সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজল হাজরা, বর্তমান সহ-সভাপতি মো. মশিউর রহমান সুমন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা এলিজা জামান প্রমুখ।
এমজে
বিজ্ঞাপন