পেশাদার গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা আসার পর বৃহস্পতিবার রাতে একদল হামলাকারীর দ্বারা সাংবাদিক, সম্পাদক এবং মিডিয়া হাউসের উপর চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এই নিন্দা জানায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শন অগ্রহণযোগ্য এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং জনসাধারণের অবহিত হওয়ার অধিকারকে আঘাত করে। আমরা সব মিডিয়ার পেশাদারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত, নিরপেক্ষ তদন্তের জন্য আহ্বান জানাই, যাতে দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গণমাধ্যমকর্মীদের ভয়-ভীতি ছাড়াই কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাদের সুরক্ষা আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত, সচেতন সমাজকে সমুন্নত রাখার জন্য অপরিহার্য।
বিজ্ঞাপন
বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্কের বিবৃতিতে সই করেছে কানাডা, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্র এ কোয়ালিশনের সদস্য হলেও বিবৃতিতে দেশটির নাম নেই।
এনআই/জেডএস