ফরেনসিক সাইকোলজি-বডি ল্যাংগুয়েজ বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরেনসিক সাইকোলজি হলো মনোবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে অপরাধ, অপরাধী এবং আইনি প্রক্রিয়ার সঙ্গে মানুষের মানসিক আচরণ বিশ্লেষণ করা হয়। যার সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে বডি ল্যাংগুয়েজ এ মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
সোমবার (১৫ ডিসেম্বর) ক্র্যাব মিলনায়তনের তৃতীয় তলায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস) ও র্যাপিড সলিউশন বিডির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বর্তমানে বড় অপরাধ, খুন, ধর্ষণ, সিরিয়াল অপরাধ কিংবা জঙ্গিবাদের ঘটনায় ফরেনসিক সাইকোলজির ভূমিকা দিন দিন বাড়ছে। যে কোনো চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীর বাচনভঙ্গি, মাথায় কী চলছে, কেন অপরাধ করলো, সত্য বলছে কি-না, এসব বোঝার উপায় তুলে ধরা হয় প্রশিক্ষণ কর্মশালায়।
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় ফরেনসিক সাইকোলজির নানা দিক উদাহরণসহ তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সের (বিআইএফপিএস) পরিচালক পিএইচডি গবেষক মো. মিরাজ হোসেন।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন— ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং র্যাপিড সলিউশন বিডির সিইও সোহাগ বিন সাইফুল্লাহ।
সাংবাদিকদের কেন ফরেনসিক সাইকোলজি জানা জরুরি তা তুলে ধরে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, অপরাধের পেছনের কারণ ব্যাখ্যা, অপরাধীর আচরণ নিয়ে ভুল ধারণা এড়ানো ও সংবাদে অপরাধীর মানসিক বিশ্লেষণ তুলে আনার কৌশল শেখাতেই এ প্রশিক্ষণের আয়োজন। কার্যকরী এই প্রশিক্ষণ থেকে আশা করি অপরাধ বিষয়ক রিপোর্টাররা উপকৃত হবেন।
ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, অপরাধীর আচরণ পর্যবেক্ষণ, অপরাধের পর অনুশোচনার অভাব, নির্দয় বা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা আচরণ, বারবার একই ধরনের অপরাধের চেষ্টা, সমাজের নিয়ম ভাঙাকে তুচ্ছ করা পেশাদার অপরাধীর মনস্তাত্ত্বিক অবস্থা সাংবাদিকদের বোঝা খুবই গুরুত্ব। সেটা আজকের প্রশিক্ষণে স্পষ্ট উঠে এসেছে।
জেইউ/এমএন