‘জীবনের বন্ধন’ স্লোগান নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল নেক্সাস টিভির বাণিজ্যিক সম্প্রচার শুরু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নেক্সাস টিভির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 

এতদিন টেলিভিশন চ্যানেলটি পরীক্ষামূলক সম্প্রচারে ছিল। গণমাধ্যমটির মালিকানায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এস. আলম গ্রুপ।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশে বেসরকারি টেলিভিশনের বিকাশ ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রক্রিয়ায় নেক্সাস টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নেক্সাসের প্রধান পরিচালন কর্মকর্তা মনজুর আহমেদ নতুন এই টেলিভিশন চ্যানেলটি এগিয়ে নিতে দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন। 

এদিকে করোনা মহামারির কারণে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে স্টুডিওতে কোনো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি। ভার্চুয়ালি এই নতুন টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ। 

কর্তৃপক্ষ বলছে, নেক্সাস টেলিভিশনে সংবাদ, নাটক, সিনেমা বা মিউজিক্যাল শো না থাকলেও কারেন্ট অ্যাফেয়ার্সভিত্তিক নানা অনুষ্ঠান ও ডকুমেন্টারি প্রচারিত হবে। করোনার অতিমারির কারণে একসঙ্গে সবগুলো অনুষ্ঠান প্রচারিত না হলেও, ধীরে ধীরে তা দর্শকদের কাছে উপস্থাপন করা হবে। 

এমএইচএন/এসকেডি