দরজা খুলে দেখা গেল মেয়েটি গলায় দড়ি দিয়েছে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।
রোববার রাত পৌনে নয়টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ওই কিশোরীর বড় ভাই মুসা ঢাকা পোস্টকে বলেন, আমার ছোট বোনের সাথে মায়ের একটু মনোমালিন্য হয়। পরে মা বাসার বাইরে গেলে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। পাশের বাসার এক চাচি ডাকলেও সে দরজা খোলেনি। পরে মাকে ডেকে এনে দরজা ভাঙা হয়। ঘরে ঢুকে দেখা যায় সে গলায় দড়ি দিয়েছে।
তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসক জানান সে আর নেই।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি।
এসএএ/আরএইচ