প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুরে গলায় ফাঁস দিয়ে আলমাস চৌধুরী (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমাস চৌধুরীর বাবা মাহফুজ আলী চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, রাতে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে পড়লে ফ্যানসহ নিচে পড়ে যায় আলমাস। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কী কারণে আত্মহত্যা করল সে বিষয়ে কিছু বলতে পারছি না।

তিনি আরো বলেন, আমাদের বাসা মতিঝিল থানার কমলাপুরে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানাকে জানিয়েছিলাম। বিষয়টি তারা তদন্ত করছেন।

এসএএ/এইচকে