শিক্ষাব্যবস্থার চলমান অচলাবস্থা নিরসন ও সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। 

সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। করোনার কারণে গত বছর মার্চ মাসের ১৭ তারিখ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত পালাক্রমে ১১ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে সরকার। কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই সরকারের এমন সিদ্ধান্ত চরম হটকারিতার শামিল। করোনা পরিস্থিতির মধ্যেও হাট-বাজার, শপিং মলসহ বেশি লোক সমাগম সবস্থান মুক্ত করে দিয়েছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের ধ্বংসের পথকেই সুগম করছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়েছে। অনেকেই অনৈতিক কার্যকলাপে জড়িত যাচ্ছে, কেউ কেউ অবসাদগ্রস্ত হয়ে নেশা করছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বিভিন্ন এলাকায় উঠতি শিক্ষার্থীদের মাধ্যমে কিশোর গ্যাং গড়ে উঠছে। যা অভিভাবকসহ সমাজ ও রাষ্ট্রের জন্য সীমাহীন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দাবি জানিয়ে বলা হয়, অনলাইনে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ তেমন একটা থাকে না। পাহাড়ি ও পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের জন্য ডিভাইস বা নেটওয়ার্ক সমস্যার কারণে কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন দুরূহ হয়ে পড়েছে। এটি শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের পরিহাসের নামান্তর। অন্যদিকে এই সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির ভিন্ন ভিন্ন বক্তব্য শিক্ষার্থীদের সঙ্গে একধরনের পরিহাসেরই নামান্তর। তাই অতিদ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নুরুল করিম আকরাম, সাধারণ সম্পাদক শেখ মো. আল আমিন, সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমদ মানসুর প্রমুখ।

এইচএন/জেডএস