নিয়োগ পরীক্ষা গ্রহণে ডিএনসিসির ৮ সদস্যের কমিটি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত রেভিনিউ সুপারভাইজার, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, পরিচ্ছন্ন পরিদর্শক, ওয়ার্ড সচিব, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার এবং মশক নিয়ন্ত্রণ পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য ৮ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ উপ-কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
অফিস আদেশ অনুযায়ী, এ উপ-কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে সভাপতি এবং সহকারী সচিব মামুনুর রশিদকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন; ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যান্ত্রিক, অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা এবং পরিকল্পনা ও নকশা বিভাগের তাবাসসুম আব্দুল্লাহকে উপ-কমিটির সদস্য করা হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে অফিসে আদেশে উল্লেখ করেছেন, গঠিত কমিটি লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করে চূড়ান্ত প্রার্থী নির্বাচনে সুপারিশ প্রদান করবে।
এএসএস/এসকেডি