গ্রেপ্তারের প্রতীকী ছবি

রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টসকর্মী খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুদ হাসান (২২) ও মো. সাগর (১৮)। গ্রেপ্তারের সময় তাদের কাছে থাকা ভিকটিমের কাছ থেকে লুণ্ঠিত একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ৩০ জানুয়ারি রাতে আদাবরের ঢাকা উদ্যানে অবস্থিত সাইনেস্ট গার্মেন্টসের সামনে পূর্ব শত্রুতার জেরে গার্মেন্টসকর্মী নাজমুল হককে কয়েকজন সন্ত্রাসী উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়।

এই গোয়েন্দা কর্মকর্তা জানান, হত্যা মামলাটির তদন্তভার পায় ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। তদন্তকালে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এআর/এফআর