চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়ামতল ফকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরুল আফসার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। 

বুধবার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ।

তিনি বলেন, সিলেট থেকে একটি নোহা মাইক্রো যাত্রী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় ফকিরহাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির মাইক্রোটি। এতে মাইক্রোর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রো চালক নুরুল আফসার মারা যান। আহত পাঁচ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কেএম/জেডএস