কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপন
২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে কলকাতা বইমেলার ৪৫তম আসর। এবারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ। আর গতকাল ছিল এ মেলায় দুই দিনের বাংলাদেশ দিবসের প্রথম দিন।
বাংলাদেশ দিবস উপলক্ষে প্রথম দিনে নানা সাংস্কৃতিক আয়োজন ছিল। ছিল সেমিনারও। একটি সেমিনারের বিষয় ছিল- রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার তিনটি বই। এতে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চীন’―এই তিনটি বইয়ের বিশ্লেষণ করেন বিশিষ্টজনেরা।
বিজ্ঞাপন
আর দ্বিতীয় সেমিনারের বিষয় ছিল- বাংলাদেশ-ভারত বই বিনিময় ও বিপণন : সমস্যা ও সম্ভাবনা। এতে মূল আলোচক ছিলেন ইউনিভার্সিটি প্রেস লি. (ইউপিএল) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
এ দুটি সেমিনারের পর কবিতা আবৃত্তির আয়োজনও ছিল।
বিজ্ঞাপন
২৮ ফেব্রুয়ারি বিকেলে বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক সেন্ট্রাল পার্কে মেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত।
উল্লেখ্য, এ বারের বইমেলায় রয়েছে ৬০০টি স্টল। এর মধ্যে ৮৫টি বাংলাদেশি বইয়ের স্টল। লিটল ম্যাগাজিনের স্টল ২০০টি। মেলায় ঢোকা ও বের হওয়ার জন্য ৯টি তোরণ রয়েছে। এর মধ্যে তিনটি বঙ্গবন্ধুর লেখা বইয়ের আদলে। বঙ্গবন্ধুর নামে একটি গেটও রয়েছে। সত্যজিৎ রায় ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে রয়েছে দু’টি গেট।
এনএফ