চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামি রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আজাদ নামের আরেক আসামি এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পাহাড়তলী থানা পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

শুক্রবার (৪ মার্চ) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল আহসান। তিনি বলেন, ঘটনার পরে রাতে অভিযান চালিয়ে রফিককে আটক করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম নগরীতে অভিযানে এসে হামলার শিকার হয় কুমিল্লার গোয়েন্দা পুলিশের (ডিবি) একদল সদস্য। এ সময় তাদের কাছ থেকে দুই জন আসামি ছিনিয়ে নেওয়া হয়। তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার আসামি ধরতে চট্টগ্রাম এসেছিল কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এক আসামিকে গ্রেপ্তার করে তাকে নিয়ে সাগরিকা বিটাক মোড়ে আরেক আসামি ধরতে যায় তারা। এ সময়ই পুলিশের ওপর বিটাক মোড়ে হামলা হয়। 

ঘটনার পরপর কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে পাহাড়তলী থানা পুলিশও দুই আসামিকে ধরতে মাঠে নেমে একজনকে গ্রেপ্তার করেছে। আজাদ নামে একজন এখনও পলাতক আছে।

কেএম/আইএসএইচ