সবুজবাগে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক আটক
রাজধানীর সবুজবাগ থানার বাসাবো আমতলা এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মো. সাজ্জাদ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক মোশারফকে (৪৮) আটক করেছে পুলিশ।
শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, ট্রাকের ধাক্কায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর ড্রাম ট্রাকটি জব্দ ও চালক মোশারফকে আটক করা হয়েছে। শিশুটি স্থানীয় একটি প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করত।
বিজ্ঞাপন
শিশু সাজ্জাদ হোসেনের মামা মোতালেব ঢাকা পোস্টকে জানান, আমার ভাগিনা স্থানীয় এস আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত। আজ বাসাবোর আমতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ড্রাম ট্রাকে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়।
এসএএ/জেডএস