রাজধানীর শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে দুই পা কাটা আলো রিভেরু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ মার্চ) রাত সোয়া আটটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলোকে উদ্ধার করে নিয়ে আসা শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, দুপুর আড়াইটার সময় খিলগাঁও রেলগেট পার হওয়ার সময় বিমানবন্দরগামী একটি ট্রেনে তার দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। 

প্রত্যক্ষদর্শী সোহাগ ঢাকা পোস্টকে বলেন, ট্রেনে পা কেটে বিচ্ছিন্ন হওয়ার পর আলো রেললাইনের পাশের রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন।  পরে শাহজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিলাম।

এসএএ/এইচকে