নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন করবে ‘আমরাই পারি’
সবক্ষেত্রে নারী-পুরুষের সমতা ও সমঅংশীদারিত্ব নিশ্চিতের পাশাপাশি নারীর জন্য প্রতিটি স্থান, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে নিরাপদ করার দাবিতে নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন করবে ‘আমরাই পারি’। তবে আয়োজনটি এবার স্বশরীরে হচ্ছে না, মোমবাতি প্রজ্বলন হবে অনলাইনে।
আয়োজকরা জানান, ‘নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা’ প্রতিপাদ্যে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হতে যাচ্ছে। সবক্ষেত্রে নারী-পুরুষের সমতা ও সমঅংশীদারিত্ব নিশ্চিতকরণের পাশাপাশি নারীর জন্য প্রতিটি স্থান, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে নিরাপদ করার জোরালো দাবি জানাই। আমরা জানি, নারীর চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করে মনের আঁধার, রাতের আঁধার নয়। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ নীতিমালা মেনে সীমিত পরিসরে এবার আমরা ভার্চুয়াল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি।
বিজ্ঞাপন
তারা জানান, সোমবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টায় অনলাইন প্লাটফর্মে সকলে যুক্ত থাকবো। এরপর ৮ মার্চের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে অনলাইন প্লাটফর্মে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আমাদের আঁধার ভাঙার শপথ গ্রহণ করব। এর পাশাপাশি নিজেদের ফেসবুক টাইমলাইনে মোমবাতি প্রজ্জ্বলনের ছবি পোস্ট করার মাধ্যমে হ্যাশট্যাগ (#) ক্যাম্পেইনের আয়োজন থাকবে। হ্যাশট্যাগ ক্যাম্পেইনের জন্য আমরা যে বার্তাটি রেখেছি তা হলো- ‘নারীর জন্য নিরাপদ ও শঙ্কাহীন চলাচল চাই, দিন বা রাত, যেকোনো সময়ে @আমরাই পারি-WE CAN.
হ্যাশট্যাগগুলো হচ্ছে- #আঁধারভাঙারশপথ, #EnlightenagainstDarkness, #InternationalWomen’sDay
বিজ্ঞাপন
এমএইচএন/আইএসএইচ