চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের কামারপারায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে তাদের মৃত্যু হয়। 

মারা যাওয়া দুই শিশু হলো, মো. ফারুকের মেয়ে জান্নাতুন নিছা (২) ও নজরুল ইসলামের মেয়ে মীম (৩)। সম্পর্কে তারা চাচাত বোন। 

ঢাকা পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী। তিনি বলেন, দুই শিশু পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। তাদের হাসপাতালে আনার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুজনেই হাসপাতালে আনার আগে মারা গেছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে শিশু দুটি খেলা করছিল। কিন্তু পরিবারের সবার অগোচরে তারা পুকুরে গিয়ে ডুবে যায়। তাদের না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। পরে তাদের পুকুরে ভাসতে দেখা যায়। 

কেএম/আরএইচ