অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় বাংলা টিভির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক সংবাদ পাঠক মো. মনিরুল ইসলামকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে ওই নোটিশ পাঠানো হয়।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন সই করা সম্পদ বিবরণী নোটিশ বাংলা টিভির সিদ্ধেশ্বরীর ঠিকানায় পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জয়েছে যে, আপনি আপনার জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। আপনি আপনার নিজ ও আপনার ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন। 

আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

দুদক সূত্র জানায়, ২০১৯ সালের ৫ আগস্ট মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে ওসমান কবিরের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।

আরএম/আরএইচ