২০ লাখ ৫৮ হাজার টাকা ফেরত পেয়েছেন তিনটি ই-কমার্স প্রতিষ্ঠানের ৩০ জন গ্রাহক। প্রতিষ্ঠানগুলো হচ্ছে দালাল প্লাস, বাংলাদেশ ডিল ও আনন্দের বাজার।

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ টাকা হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দালাল প্লাসের ১০ জন গ্রাহককে ৯ লাখ ৭ হাজার, বাংলাদেশ ডিলের ১০ গ্রাহককে ৫ লাখ ৪৬ হাজার এবং আনন্দের বাজারের ১০ গ্রাহককে ৬ লাখ ৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

তিনি বলেন, ই-কমার্স ইন্ড্রাস্টির সামনে যে গ্রোথ আছে, যে পরিকল্পনা আছে, সেটি নিয়ে আমরা কাজ করছি। আমরা আরও তিনটি প্রতিষ্ঠানের টাকা ফেরতের কার্যক্রম গুছিয়ে এনেছি। আগামী সপ্তাহে আবার বসে শ্রেষ্ঠ.কম, আলিফ ওয়ার্ল্ড, ধামাকার টাকাগুলো এক অনুষ্ঠানের মাধ্যমে ফেরত দিতে পারব। 

অনেকে ই-কমার্স প্রতিষ্ঠান অফিস বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, তারা যদি গ্রাহকের টাকা পরিশোধ করে ব্যবসায় আসে তাহলে আস্থার জায়গাটা ফিরে আসবে।

এসএইচআর/আইএসএইচ