সেন্টমার্টিন প্লাস বাসে ইয়াবার সন্ধান, চলছে অভিযান
কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী সেন্টমার্টিন প্লাস পরিবহনের একটি বাসে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের কাছে তথ্য রয়েছে, বাসের সিটের ভেতর বিশেষ কায়দায় ইয়াবা রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, রাজধানীর আরামবাগ এলাকায় বাসের কাউন্টারের সামনে বাসটিতে অভিযান চালানো হচ্ছে। বাসের সিটের পেছনের পাতগুলো খোলা হচ্ছে।
তিনি আরও জানান, সর্বশেষ দুপুর ১২টা পর্যন্ত অভিযান চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন
এআর/ওএফ