রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকার গোলবাগে বাথরুমের ভেতরে পানির বালতিতে পড়ে ফাতেমা আক্তার নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু ফাতেমা আক্তারের মা ববি আক্তার ঢাকা পোস্টকে জানান, আমরা সকালে ঘুমিয়ে ছিলাম। ঘুমন্ত অবস্থায় সে সবার অগোচরে বাথরুমে চলে যায়। সেখানে পানি ভর্তি বালতির মধ্যে পড়ে যায়। পরে শব্দ পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে ডাক্তার জানায় আমার মেয়ে আর নেই।

আমরা শাজাহানপুর থানার মালিবাগের গুলবাগ এলাকার ৩৪৮ নাম্বার বাসায় থাকি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, শিশুটির মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহজাহানপুর থানাকে জানিয়েছি।

এসএএ/জেডএস