ঢামেক শিক্ষক সমিতির সভাপতি ডা. দেবেশ, সম্পাদক ডা. হারুন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন-২০২২ সভাপতি পদে অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী (হারুন) নির্বাচিত হয়েছেন।
বুধবার (৯ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নির্বাচন কমিশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল আলম তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ডা. নুরুল ফাত্তাম রুমি, ডা. মো মহিউদ্দিন মাতুব্বর ও ডা. জাহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ডা. ইশতিয়াক আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মোহাম্মদ নাজমুল হক মাসুম, দপ্তর সম্পাদক পদে সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এহসান উদ্দীন খান, কোষাধ্যক্ষ পদে ডা. প্রদুৎ কুমার সাহা, বিজ্ঞান সম্পাদক পদে ডা. সুদীপ রঞ্জন ঘোষ, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে ডা. অখিল রঞ্জন বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
তিনি আরও বলেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ডা. মোহাম্মদ মোরাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক পদে ডা. তাহমিনা হোসেন ও আপ্যায়ন সম্পাদক পদে ডা. রত্মা পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ডা. ইফফাত আরা সামসদ, ডা. সৈয়দ গোলাম মোগনী মাওলা, ডা. মোহাম্মদ খোরশেদ আলম, ডা. এ জেড এম মাহফুজুর রহমান, ডা. চৌধুরী মোহা মুশফিকুর রহমান, ডা. মাহবুবুর রহমান (কচি), ডা. মোহাম্মদ ফজলে এলাহী, ডা. সৈয়দ আব্দুল আদিল, ডা. সুজিত কুমার সরকার, ডা. মো. সারোয়ার আলম (বিজয়) ও ডা. পঙ্কজ কান্তি দে।
উল্লেখ্য, শিক্ষক সমিতির নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ৪৪ জন চিকিৎসক নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে ৪৩৩ ভোটারের মধ্যে ৪০৪ জন ভোট দিয়েছেন।
এসএএ/ওএফ