কদমতলীর টিটু হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মামুন শেখকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব জানায়, ২০১৭ সালে মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আদালতের রায় প্রকাশের পর মামুন শেখ আত্মগোপনে চলে যান। মিথ্যা পরিচয়ে জাহাজ মিস্ত্রি হিসেবে কাজ করেন মামুন।

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকা থেকে মামুন শেখকে গ্রেপ্তার করে।

দুপুরে যাত্রাবাড়ী র‍্যাব-১০ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।

তিনি বলেন, ২০১০ সালের ২৬ নভেম্বর কদমতলী থানাধীন আউটার সার্কুলার রোডে নোয়াখালী পট্টিতে পূর্ব শত্রুতার জের ধরে হুমায়ুন কবির ওরফে টিটুকে গুলি করে হত্যা করা হয়। আলোচিত হত্যাকাণ্ডে জড়িত আসামিরা হলেন- মোহাম্মাদ মামুন শেখ (৩৩), সোহাগ ওরফে বড় সোহাগ (৩৪), সোহাগ ওরফে ছোট সোহাগসহ (৩০) অজ্ঞাতনামা আরও ৩-৪ জন।

মামুন শেখ  ২০১৪ সালে গ্রেপ্তার হয়েছিলেন। তবে জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা হয়ে যান তিনি।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানান লুকিয়ে থাকার জন্য মুন্সিগঞ্জে ৬ মাস, যশোরে ৯ মাস, মেঘনা ঘাট লাকি ডগইয়ার্ডে ৫ মাস, ধামরাইয়ে ৪ মাস, নবীনগরে ২ মাস করেসহ বিভিন্ন এলাকায় মিথ্যা পরিচয়ে জাহাজ মিস্ত্রি হিসেবে কাজ করেন।

এমএসি/এনএফ