করোনার টিকা : চট্টগ্রামে আস্থার সঙ্গে বাড়ছে নিবন্ধন
চট্টগ্রামে টিকাদান কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড়/ ছবি: সংগৃহীত
চট্টগ্রামে করোনাভাইরাসের টিকা নেওয়ার বিষয়ে মানুষের মাঝে আগ্রহ ও আস্থা বাড়ছে। এরই প্রভাব পড়েছে টিকা নিতে আগ্রহীদের নিবন্ধনের সংখ্যায়। এছাড়া কেন্দ্রগুলোতে গত দুদিনের তুলনায় বেড়েছে টিকা নিতে আসা মানুষের সমাগম।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নতুন করে চট্টগ্রাম নগরে ও উপজেলাগুলোতে টিকা নিয়েছেন করেছেন ছয় হাজার ৫৯ জন। যেখানে প্রথম দুদিনে টিকা নিয়েছেন মাত্র তিন হাজার ২৮ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে চট্টগ্রামে টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে দ্বিগুনেরও বেশি।
বিজ্ঞাপন
এদিকে, গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দুদিনে টিকা নিতে জন্য নিবন্ধন করেছিলেন ৩২ হাজার ৪৬৬ জন। আজ সন্ধ্যায় তা গিয়ে পৌঁছে ৪৯ হাজার ৯৩১ জনে। একদিনেই নিবন্ধন করেছেন ১৭ হাজার ৪৬৫ জন।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, চট্টগ্রামের ১৪টি উপজেলায় টিকা নিয়েছেন তিন হাজার ২৭ জন। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় টিকা নিয়েছেন তিন হাজার ৩২ জন। আর আজকে পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪৯ হাজার ৯৩১ জন।
বিজ্ঞাপন
চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শাহরিয়ার কবির বলেন, টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে। চল্লিশ বছর হলেই নিবন্ধন করতে পারছেন। মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। আজকে করোনা টিকাদান কেন্দ্রগুলোতে বুথের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল প্রয়োজনে আরও বাড়ানো হবে। কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হবে।
তিনি বলেন, মানুষকে টিকাদান কেন্দ্রে গিয়ে ধৈর্য ধরতে হবে। সবাই হুড়োহুড়ি করলে লাভ হবে না। মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র ও বুথ বাড়িয়ে সমস্যার সমাধান করা হবে।
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনার টিকা নিতে আসা মানুষের সংখ্যা ছিল আগের দুদিনের চেয়ে বেশি। ফলে হিমশিম খেতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চাপ সামলাতে বাড়ানো হয়েছে চারটি বুথ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক লাখ এক হাজার ৮২ জন টিকা নিয়েছেন। অথচ প্রথম দুদিনে টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন। আজ টিকা নেওয়াদের মধ্যে ৭৮ হাজার ৫৮৬ জন পুরুষ ও ২৬ হাজার ৪৯৬ জন নারী। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৪ জনের।
দেশে এ পর্যন্ত এক লাখ ৭৯ হাজার ৩১৮ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৭৩৫ জন পুরুষ ও ৪৪ হাজার ৫৮৩ জন নারী। এদের মধ্যে মোট ২০৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
এফআর/এফআর