ট্রাফিক মতিঝিল বিভাগের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের উদ্বোধন
ট্রাফিক পুলিশকে দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ/ ছবি: সংগৃহীত
প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ। ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রস এবং ট্রাফিক মতিঝিল বিভাগের যৌথ উদ্যোগে তিন সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজারবাগ ট্রাফিক ব্যারাক কনফারেন্স হল রুমে ‘বেসিক ফার্স্ট এইড ট্রেনিং প্রোগ্রাম’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন ট্রাফিক মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তারেক আহমেদ।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি এই তিন মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রধান দায়িত্ব পালন করে আসছে। ঐতিহ্য ও প্রযুক্তিগত উৎকর্ষতার সমন্বয়ে কার্যকরী উদ্যোগের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে প্রত্যাশিত সেবা দিতে বদ্ধপরিকর। নগরবাসীকে সেবা দয়ার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-মতিঝিল বিভাগের প্রতিটি সদস্য দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলস পরিশ্রম করছে।
তারেক আহমেদ বলেন, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত জ্ঞানকে প্রাধান্য দিয়ে এ নগরের সড়ক শৃঙ্খলা রক্ষা ও জনগণের আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ। ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যকে রাস্তায় থেকে জনসেবা দিতে হয়। এ কাজ করতে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সদস্যরা।
বিজ্ঞাপন
এই প্রশিক্ষণের মাধ্যমে ট্রাফিক পুলিশ সদস্যরা কর্মদক্ষতার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবায় দক্ষতা অর্জন করে জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এতে ডিএমপির সেবা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ট্রাফিক মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম। এ সময় ট্রাফিক মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তারেক আহমেদ, সহকারী পুলিশ কমিশনার এস এম বজলুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসি/এফআর