চুরির মালামাল-বিদেশি মুদ্রাসহ গ্রেফতার ২
উদ্ধার মালামাল
রাজধানীর কদমতলী থানা এলাকায় চুরির মালামাল ও বৈদেশিক মুদ্রাসহ দু’জনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শাহীন (৪২) ও শারমিন আক্তার সীমা (২৮)।
বিজ্ঞাপন
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার রাতে কদমতলী থানার মেরাজনগর এলাকার ডি-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত শনিবার (১২ ডিসেম্বর) ওই এলাকার বাসিন্দা আয়েশা আক্তার বাসায় ছেলেকে রেখে বাইরে যান। তিনি বাইরে যাওয়ার পর বোরকা পরে অজ্ঞাতপরিচয় কয়েকজন তার বাসায় প্রবেশ করে। এসময় ছেলেটিকে মৃত্যুর ভয় দেখিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে রুমের ভেতর তোষক দিয়ে চেপে রাখে তারা। এরপর বাসার আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ অন্যান্য মালামাল লুট করে।
বিজ্ঞাপন
এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) কদমতলী থানায় একটি মামলা হয়। আটক দু’জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) লালবুর রহমান জানান, মামলা তদন্তের সময় বিভিন্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬ ভরি ১ আনা স্বর্ণ, তিন হাজার ২১২ কাতারের রিয়াল, ৩২৬ সৌদি রিয়াল, ১০০ মার্কিন ডলার, নগদ দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত কালো রংয়ের বোরকাসহ একটি করে স্টিলের সুইচ গিয়ার, হেক্সো ব্লেড, পাইপ রেঞ্জ, স্ক্রু ড্রাইভার, সেলাই রেঞ্জ, প্লাস, হাতুরি ও দু’টি মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
এদিকে শুক্রবার দিনব্যাপী রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
অভিযানে তাদের কাছ থেকে তিন হাজার ৫৬০ পিস ইয়াবা, ২৮৫ গ্রাম হেরোইন, পাঁচ কেজি ৪১০ গ্রাম গাঁজা, ৫৩ বোতল ফেনসিডিল, তিন লিটার দেশি মদ ও ১৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করেছে পুলিশ।
এআর/ওএফ/জেডএস