বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান
মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান/ফাইল ছবি
নতুন বছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক খাতে ১২ হাজার কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে জর্ডানের সর্ববৃহৎ তৈরি পোশাক কারখানা ক্ল্যাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সানাল কুমার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিজ্ঞাপন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সানাল কুমার জানান- তার প্রতিষ্ঠানের ২৬ হাজার কর্মীর মধ্যে ১৬ হাজারই বাংলাদেশের। এ প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে আগামী বছর আরও ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞাপন
ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগ করা হবে জানিয়ে সানাল কুমার বলেন, ‘বাংলাদেশের কর্মীদের মেধা, শ্রম ও কর্তব্যনিষ্ঠা জর্ডানে অধিক সংখ্যক কর্মী নিয়োগের মূল কারণ।’
এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।
জর্ডানের তৈরি পোশাক কারখানায় বাংলাদেশের কর্মী নিয়োগ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বোয়েসেলের আন্তরিক সহযোগিতার জন্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে ধন্যবাদ জানান।
এর আগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, 'আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাত।'
নতুন নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, 'এ নিয়োগ প্রক্রিয়া শুধু বোয়েসেলের মাধ্যমে সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যে নিয়োগকর্তা এবং তার দল বাংলাদেশ সফরে আসবেন।'
জর্ডানে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, দেশটিতে ৭০ হাজারের মতো বাংলাদেশি শ্রমিক রয়েছে, যার ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন।
এনআই/এসএম